রংপুরে জমি নিয়ে ২ পক্ষের সংঘর্ষে প্রাণ গেল প্রতিবন্ধী কিশোরের

নগরীর হাজির হাট দোলাপাড়া ধনীটারী গ্রামের লুৎফর রহমান ও হোসেন আলীর সাথে একই গ্রামের চাঁন মিয়া ও হাফিজুর রহমানের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে শনিবার বিকেলে উভয়পক্ষ জমিটি দখল করতে যায়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় গুরুতর আহত হন আবু নাসের।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
রংপুরে জমি নিয়ে দু’ পক্ষের সংঘর্ষে প্রতিবন্ধী কিশোর নিহত হয়েছেন
রংপুরে জমি নিয়ে দু’ পক্ষের সংঘর্ষে প্রতিবন্ধী কিশোর নিহত হয়েছেন |প্রতীকী ছবি

রংপুর মহানগরীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দু’ পক্ষের সংঘর্ষে আবু নাসের (১৭) নামে আহত এক প্রতিবন্ধী কিশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আবু নাসের নগরীর হাজির হাট দোলাপাড়া এলাকার লুৎফর রহমান ছেলে।

রংপুর মহানগর হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, নগরীর হাজির হাট দোলাপাড়া ধনীটারী গ্রামের লুৎফর রহমান ও হোসেন আলীর সাথে একই গ্রামের চাঁন মিয়া ও হাফিজুর রহমানের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে শনিবার বিকেলে উভয়পক্ষ জমিটি দখল করতে যায়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় গুরুতর আহত হন আবু নাসের।

খবর পেয়ে সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত অবস্থায় আবু নাসেরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, হাসপাতাল থেকে লাশ তার নিজ বাড়িতে আনা হলে আবারো উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সেখান থেকে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

এ ঘটনায় নিহতের বাবা লুৎফর রহমান থানায় মামলা দেয়ার কার্যক্রম চালাচ্ছেন বলেও জানিয়েছেন ওসি।