ফেনীতে ডা: মানিক

১৪, ১৮ আর ২৪-এর মতো তামাশার নির্বাচন জনগণ মেনে নেবে না

‘এদেশে স্বাধীনতা পরবর্তী বহুদল ক্ষমতায় এসেছে কিন্তু জনগণের সাথে দেয়া কোনো প্রতিশ্রুতিই রক্ষা করেনি। ক্ষমতায় এসে জনগণের মৌলিক অধিকার তারা কেড়ে নিয়েছে।’

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
১৪, ১৮ আর ২৪-এর মতো তামাশার নির্বাচন জনগণ মেনে নেবে না : ফেনীতে ডা: মানিক
১৪, ১৮ আর ২৪-এর মতো তামাশার নির্বাচন জনগণ মেনে নেবে না : ফেনীতে ডা: মানিক |নয়া দিগন্ত

জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারি সেক্রেটারি ডা: মো: ফখরুদ্দিন মানিক বলেছেন, ‘এদেশে স্বাধীনতা পরবর্তী বহুদল ক্ষমতায় এসেছে কিন্তু জনগণের সাথে দেয়া কোনো প্রতিশ্রুতিই রক্ষা করেনি। ক্ষমতায় এসে জনগণের মৌলিক অধিকার তারা কেড়ে নিয়েছে। তাই ৫৪ বছর পরেও জনগণ তার অধিকার আদায়ের জন্য রাজপথে লড়াই করতে গিয়ে স্বৈরাচারী সরকারের গুলিতে জীবন দিতে হয়েছে। কেউ কেউ আবারো যেনতেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন। ২০১৪, ২০১৮ আর ২০২৪ সালের মতো তামাশার নির্বাচন জনগন কখনো মেনে নেবে না।’

আগামী নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে নিশ্চিত করার জন্য তিনি সরকারের কাছে আহ্বান জানান।

রোববার (৭ সেপ্টেম্বর) দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নে কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, ইউনিয়ন আমির মাওলানা আব্দুজ জাহের, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি নাজিম উদ্দিন। এছাড়া বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ সহ এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা: মানিক আরো বলেন, ‘জুলাই অভ্যুত্থানে রাজপথে তরুণ ছাত্ররা যে ইনসাফের আওয়াজ তুলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই ইনসাফ এবং বৈষম্যহীন সমাজ বিনির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামীর নির্বাচনে এ জাতির প্রত্যাশা পুরণে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে থাকার জন্য সবাইকে আহ্বান জানান।