দিনাজপুরে ট্রিপল হত্যা মামলার আসামি গ্রেফতার

‘গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলার তিনজন পলাতক আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে দিনাজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।’

মো: ইকরামুল হক, নবাবগঞ্জ (দিনাজপুর)

Location :

Nawabganj
গ্রেফতার হওয়া ট্রিপল হত্যা মামলার আসামি
গ্রেফতার হওয়া ট্রিপল হত্যা মামলার আসামি |নয়া দিগন্ত

দিনাজপুর নবাবগঞ্জে ট্রিপল হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ভাদুরিয়া ও দাউদপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক ও ভাদুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম রাজা (৬৪), দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (৪০), ভাদুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য হারুনুর রশিদ (৪৭)।

পুলিশ জানায়, ২০২২ সালের ৩০ মার্চ নবাবগঞ্জ উপজেলার বারুনী মেলা থেকে মোটরসাইকেলে ফেরার পথে খুন হয় রিমন ইসলাম ও তার দু’বন্ধু কিবরিয়া ইসলাম এবং সাব্বির রহমান। তারা নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন।

এ ঘটনার পর রিমন ইসলামের বাবা রবিউল ইসলাম চলতি বছরের ২৬ আগস্ট নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলার বাদি রবিউল ইসলাম নবাবগঞ্জ উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের বাসিন্দা ও পেশায় একজন ভ্যানচালক।

মামলায় সাবেক সংসদ সদস্য (দিনাজপুর-৬ আসন) শিবলী সাদিকসহ ৬৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করা হয়।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আ: মতিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলার তিনজন পলাতক আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে দিনাজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।