বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘হাসিনার বিচার বাংলাদেশ তথা পৃথিবীর ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। তার রায়ের পর বিএনপির কোনো নেতাকর্মী আনন্দ মিছিল করেনি। মিষ্টি বিতরণ করেনি। দেশের সাধারণ মানুষ রিকশাওয়ালা, ছাত্ররা মিষ্টি বিতরণ করেছে, আনন্দ মিছিল করছে, এ লজ্জা শুধু দেশের নয়, সারা পৃথিবীর মানুষ ধিক্কার জানিয়েছে। আর অন্যদিকে ম্যাডাম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আট-দশ বছর জেলে রেখেছিল। বাংলাদেশের মানুষ আহাজারি করেছে, দেশের মানুষ রাস্তায় দাঁড়িয়ে কেঁদেছে।’
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার ৫ নম্বর বিপ্র বেলঘড়িয়া ইউনিয়নের রামসার কাজিপুর গ্রামে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘এই ১৫ বছর যত হত্যাকান্ড ঘটেছে, দযত অত্যাচার হয়েছে, যত মানুষকে গুম করা হয়েছে, যত মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে তার বিচার আল্লাহ করেছে। ২০২৪ সালে অনেক মানুষকে হত্যা করেছে। মানুষ মেরে আগুন দিয়ে পুড়িয়েছে। হাজার হাজার মানুষকে আহত করেছে। মিথ্যা মামলায় আমি ১৭ বছর আমার এলাকায় আসতে পারিনি। আমার মায়ের জানাজা পড়তে পারেনি। আমার এলাকায় ঈদের নামাজ পড়তে পারিনি।’
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহ্বায়ক মো: রহিম নেওয়াজ, এ হাই তালুকদার ডালিম, যুগ্ম আহ্বায়ক মো: মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য মো: নাসিম উদ্দীন নাসিম, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর প্রশাসক এম এ হাফিজ, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা শ্রমিক দলের সদস্য সচিব ও নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র মো: আব্বাস আলী নান্নুসহ প্রমুখ।



