বোরহানউদ্দিনে শ্রমিক দলের সভাপতির পদ স্থগিত, কারণ দর্শানোর নোটিশ

দলের ভাবমূর্তি রক্ষার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে লিখিতভাবে সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে, অন্যথায় সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

মো: মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা)

Location :

Bhola
কাচিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শাফিজল হক
কাচিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শাফিজল হক |নয়া দিগন্ত

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শাফিজল হক মাতাব্বরকে অনৈতিক কার্যকলাপের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) উপজেলা শ্রমিক দলের সভাপতি আলমগীর মাতাব্বর ও সাধারণ সম্পাদক জামাল পঞ্চায়েত স্বাক্ষরিত এক নোটিশে তাকে ২৪ ঘণ্টার মধ্যে সন্তোষজনক জবাব দিতে বলা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, শাফিজল হক মাতাব্বরের বিরুদ্ধে একাধিক অনৈতিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। তাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি নিজের আচরণ সংশোধন না করে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। এ কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কাচিয়া ইউনিয়ন শাখার সভাপতির পদ থেকে তার সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শাফিজল মাতাব্বর বলেন, এটি একটি রাজনৈতিক চক্রান্ত। স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষরা আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার চালাচ্ছে।

তিনি দাবি করেন, ৫ আগস্ট ঘটনার পর তিনি কাচিয়া ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা এবং জনসাধারণের সহায়তায় কাজ করছেন।

এদিকে উপজেলা শ্রমিক দলের সভাপতি আলমগীর মাতাব্বর বলেন, ‘দলের ভাবমূর্তি রক্ষার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে লিখিতভাবে সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে, অন্যথায় সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’