ফেনীর সোনাগাজী পৌরসভায় চাঁদাবাজি ও অপহরণসহ পাঁচ মামলার আসামি শেখ মজিবুল হক প্রকাশ শেখ সুমন নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।
বুধবার (১০ সেপ্টেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সোনাগাজী পৌরসভার চরগনেশ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শেখ সুমন সোনাগাজী পৌরসভার চরগনেশ গ্রামের শেখ আব্দুল মোতালেবের ছেলে এবং সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মামুনের ছোট ভাই।
পুলিশ জানায়, শেখ সুমনের বিরুদ্ধে মাদক, চাঁদাবাজী এবং অপহরণের অভিযোগসহ দ্রুত বিচার আইনে পাঁচটি মামলা রয়েছে।
সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন্দ বলেন, তাকে গ্রেফতারি পরোয়ানা মূলে গ্রেফতার করে আদালতে হস্তান্তর করা হয়েছে।