কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
গোপালগঞ্জের কোটালীপাড়ায় দীর্ঘ দুই যুগ পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা ও কোটালীপাড়া পৌর বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার (১ জুন) রাত ৯টার দিকে কোটালীপাড়া কলেজ মাঠে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে এ কমিটি ঘোষণা করা হয়।
গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরিফ রফিকুজ্জামান, কোটালীপাড়া উপজেলায় আহ্বায়ক এস এম মহিউদ্দিন সভাপতি ও সদস্য সচিব আবুল বাশার হাওলাদারকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।
ওই নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক সোলেমান শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক ইকবাল মুন্সী ও নজরুল ইসলাম মহিন।
অপরদিকে কোটালীপাড়া পৌর বিএনপির আহ্বায়ক ইউসুফ আলী দারিয়া সভাপতি ও সদস্য সচিব ওলিউর রহমান হাওলাদারকে সাধারণ সম্পাদক করে পৌর বিএনপির চার সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
পৌর বিএনপির অন্য সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক আলম শিকদার ও মো: মামুন হাওলাদার মিঠু।
উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন বলেন, ‘গোপালগঞ্জ জেলা বিএনপির নেতাদের সাথে আলোচনা করে উপজেলা ও পৌরসভায় শীঘ্রই একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।’