মহেশপুরে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক আহত

বৃষ্টি হলে বাড়ির পাশের মাঠে পানি নিষ্কনের জন্য যান রিয়াজ। ওই সময় বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে।

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

Location :

Maheshpur
রিয়াজ (২২)
রিয়াজ (২২) |নয়া দিগন্ত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রিয়াজ (২২) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে মহেশপুর উপজেলার স্বরূপপুর ইউনিয়নের পিপুলবাড়ীয়া সীমান্তে এ ঘটনা ঘটে।

আহত রিয়াজ পিপুলবাড়ীয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

স্বরূপপুর ইউনিয়ন পরিষদের সদস্য হানেফ আলী জানান, বৃহস্পতিবার রাতে বৃষ্টি হলে বাড়ির পাশের মাঠে পানি নিষ্কনের জন্য যান রিয়াজ। ওই সময় বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। গুলিতে রিয়াজ আহত হলে তাকে প্রথমে জীবননগর ও পরে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

যশোর সদর হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ঈমন হোসেন জানান, রিয়াজের শরীর থেকে ছররা গুলির কিছু অংশ বের করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, গুলিবিদ্ধ হয়েছে এমন কোনো খবর তাদের কাছে নেই। তারা খোঁজ নেবেন।