বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘গণমানুষের অধিকার নিশ্চিত করতে দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে। দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে দাঁড়িপাল্লার বিজয়ের জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। পিছিয়ে পড়া লক্ষ্মীপুরসহ গোটা দেশকে উন্নয়নের মহাসড়কে তুলতে আল্লাহর আইন ও সৎলোকের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।’
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়ন, ভবানীগঞ্জ ইউনিয়ন ও আট নম্বর পৌর ওয়ার্ডে পৃথকভাবে তিনটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
ড. রেজাউল করিম বলেন, ‘ক্ষমতায় গেলে জামায়াত দেশের সব নাগরিকের জন্য উন্নত চিকিৎসা সেবাসহ সব ধরনের মৌলিক অধিকার নিশ্চিত করতে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। সব নাগরিকের এসব অধিকার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু কল্যাণ রাষ্ট্রের অনুপস্থিতির কারণে মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। অতীতের সরকারগুলো জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বরং দেশের স্বাস্থ্য খাতকে দুর্নীতি ও লুটপাটের অভয়ারণ্যে পরিণত করেছিল। এখাতে রাষ্ট্রের পক্ষ থেকে উল্লেখযোগ্য বরাদ্দ রাখা হলেও এসব অর্থ জনগণের কল্যাণে যথাযথভাবে ব্যায় হয়নি। বরাদ্দের অধিকাংশ টাকা সরকারি দলের মন্ত্রী-এমপিসহ তাদের সহযোগীরা লুটপাট করে বিদেশে অর্থ-বিত্তের মজুত গড়ে তুলেছিল। ফ্যাসিবাদী আমলের ছাগলকাণ্ড, বালিশ ও পর্দাকাণ্ড লুটপাটের ভয়াবহতাকে স্মরণ করিয়ে দেয়।’
তিনি বলেন, ‘লক্ষ্মীপুর একটি অবহেলিত ও পশ্চাৎপদ জনপদ। পতিত ফ্যাসিবাদী সরকারের আমলে এ অঞ্চলে উন্নয়নের তেমন কোনো ছোঁয়া লাগেনি। প্রয়োজনীয় পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অনেক এলাকাকে এখনো জলাবদ্ধতা থেকে মুক্ত করা যায়নি। যোগাযোগ ব্যবস্থা এখনো সেকেলে। রাস্তাঘাটের উন্নয়ন কাঙ্ক্ষিত মানের হয়নি। শিক্ষা ক্ষেত্রেও আমরা অনেক পিছিয়ে। মূলত, পতিত সরকারের আমলে সুষম উন্নয়ন না হওয়ায় এ বৈষম্য তৈরি হয়েছে।’
অনুষ্ঠানে শহর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান, নায়েবে আমির মাওলানা জহিরুল ইসলাম, ভবানীগঞ্জ ইউনিয়ন আমির মাওলানা আবু সালেহ ইব্রাহীম, সেক্রেটারি আব্দুল হক, কুশাখালী ইউনিয়ন আমির শফিক উল্লাহ, সেক্রেটারি ইয়াসিন আরাফাত ও পৌর আট নম্বর ওয়ার্ড আমির মো: দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।- বিজ্ঞপ্তি



