অন্তর্বর্তী সরকার ভোগ বিলাসে ব্যস্ত : সাদিক কায়েম

অন্তর্বর্তী সরকার, যাদের আমরা শহীদের রক্তের ওপর ক্ষমতায় বসিয়েছি তারা জুলাইয়ের চেতনাকে ধারণ করছে না।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
প্রেস ব্রিফিংয়ে কথা বলেন সাদিক কায়েম
প্রেস ব্রিফিংয়ে কথা বলেন সাদিক কায়েম |নয়া দিগন্ত

ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও জুলাই বিপ্লবের সমন্বয়ক সাদিক কায়েম বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার, যাদের আমরা শহীদের রক্তের ওপর ক্ষমতায় বসিয়েছি তারা জুলাইয়ের চেতনাকে ধারণ করছে না। তারা অনেক বেশি ভোগ বিলাসে ব্যস্ত আছে। এছাড়া যাদের ছাত্র উপদেষ্টা বানিয়েছি তাদের ব্যর্থতা আমরা দেখতে পাচ্ছি।’

শনিবার (২ আগস্ট) বিকেলে রংপুর মহানগরীর মুন্সিপাড়া কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সাদিক কাইয়ুম বলেন, ‘ছাত্র উপদেষ্টাদের হিস্টরিক্যাল করাপশন আমরা দেখতে পাচ্ছি। পুরো জুলাইটাকে আমরা এখন দেখতে পাচ্ছি নির্দিষ্ট একটা বর্গের মধ্যে ও একটা গ্রুপের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। জুলাইয়ের যে সার্বজনীনতা ছিল এবং যে ঐক্য ছিল সেটাকে নষ্ট করার জন্য যারা দায়িত্বশীল পর্যায়ে আছেন তাদের বিভাজনমূলক আচরণ দেখছি। যেটা পুরো জাতিকে অনেক বেশি হতাশ করছে।‘

ছাত্রশিবিরের এ নেতা বলেন, ‘গেল একবছরেও আমাদের পুলিশ সংস্কার হয়নি। সংস্কার কমিশনগুলোর রিপোর্টে ছাত্র-জনতার দাবির রিফলেক্শন দেখতে পাচ্ছি না। জুলাই সনদ ও ঘোষণাপত্র নিয়ে দীর্ঘদিন ধরে আলাপ হচ্ছে। আমাদের আশঙ্কা এ দুটি নিয়ে একটি পক্ষ চেষ্টা করছে পুরো জুলাইটাকে কুক্ষিগত করার জন্য।’

তিনি বলেন, ‘আমরা সরকারকে হুঁশিয়ার করতে চাই, জুলাই সনদ ও ঘোষণাপত্রে যদি শহীদদের আকাঙ্ক্ষার স্পিড পরিলক্ষিত না হয় তাহলে জাতি তা মেনে নেবে না।’

এদিকে সন্ধ্যায় তিনি পাবলিক লাইব্রেরি মাঠে জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক সন্ধ্যার উদ্বোধন করেন। এর আগে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে শহীদ আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার স্থান পরিদর্শন করেন তিনি।