ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মহাসড়ক অবরোধ

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে অবরোধের পর বিক্ষোভ করেছেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

হাবিবুর রহমান চৌধুরী, কুমিল্লা

Location :

Cumilla
হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ নেতাকর্মীদের
হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ নেতাকর্মীদের |নয়া দিগন্ত

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে অবরোধের পর বিক্ষোভ করেছেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড অংশে এ অবরোধ করা হয়। এ সময় দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যায় উপস্থিত নেতাকর্মীরা।

এদিকে ঘণ্টাব্যাপী এ অবরোধে মহাসড়কের দু’পাশে অন্তত ৫ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের অনুরোধে মহাসড়ক ছাড়েন অধিকার পরিষদের নেতাকর্মীরা। এরপর মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভ ও অবরোধের নেতৃত্ব দিয়েছেন কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ ফয়েজুল্লাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিনসহ ছাত্র, যুব, শ্রমিক ও গণ অধিকার পরিষদের সিনিয়র নেতৃবৃন্দ।

উপস্থিত নেতৃবৃন্দ প্রশাসনকে উদ্দেশ করে বলেন, কেন্দ্রঘোষিত কর্মসূচি হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে হামলায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা না হলে এবং আইনশৃঙ্খলা বাহিনীর অতি উৎসাহী সদস্যদের চিহ্নিত করে আইনের আওতায় না আনলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বড় ধরনের অবরোধ করা হবে।

এ বিষয়ে ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, ‘কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই মহাসড়ক ত্যাগ করেছেন অবরোধকারীরা। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’