নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্টকাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণায় জনসম্পৃক্ততার লক্ষ্যে সোমবার বিকেলে উপজেলার বারদী মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বারদী ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।
সমাবেশে বারদী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মোশারফ হোসেন, সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহসভাপতি মো: রফিকুল ইসলাম, তাজুল ইসলাম সরকার, সোনারগাঁও পৌরসভা বিএনপির সভাপতি মো: শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো: মজিবুর রহমান, সোনারগাঁও উপজেলা বিএনপি নেতা আলী আজগর, মো: মনিরুজ্জামান, সেলিম হোসেন দিপু, ডা: মিজানুর রহমান, বারদী ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল হালিম, আব্দুর করিম প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা ও বারদী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেন, ‘বিএনপির দুর্দিনে নেতাকর্মীদের পাশে ছিলাম। ফলে আমাকে দল মূল্যায়ন করেছে। আমাকে মূল্যায়ন মানেই সোনারগাঁওয়ের সাধারণ মানুষকে এ মূল্যায়ন। আগামী দিনে আপনাদের পাশে থেকে সোনারগাঁওয়ে সকল সমস্যার সমাধান করা হবে। সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জের সকল ঐক্যবদ্ধ নেতাকর্মীদের নিয়ে এ আসন উপহার দেয়া হবে।



