বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজবাড়ী জেলা শাখা এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিয়েছে।
সোমবার (১৮ আগস্ট) রাজবাড়ী শহরের কনভেনশন সেন্টারে জিপিএ-৫ প্রাপ্ত ১০০ জন শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেয়া হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক আবু সায়েদ সুমন সংবর্ধনাপ্রাপ্তদের উদ্দেশ্যে বলেন, ‘তোমাদের হতে হবে অন্যের সাহায্যকারী ও সহযোগী। তোমাদের সহপাঠীদের অনুকরণীয় হতে হবে।’
সংবর্ধনায় উদ্বোধনী বক্তব্য রাখেন ছাত্রশিবির রাজবাড়ী জেলা শাখার সভাপতি আবু তাহের এম তানভির।
আরো বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহমুদুল হাসান ও জামায়তের রাজবাড়ী জেলা শাখার আমির অ্যাডভোকেট নুরুল ইসলাম।
পরে এতে সংগীত পরিবেশন করে চেতনা শিল্পগোষ্ঠী।