রাজশাহীর বড়াল নদে গোসলে নেমে দুই বন্ধুর মৃত্যু

রাজশাহীর চারঘাট উপজেলার বড়াল নদে সোমবার (৩ নভেম্বর) দুপুরে গোসলে নেমে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
রাজশাহীর বড়াল নদে গোসলে নেমে দুই বন্ধুর মৃত্যু
রাজশাহীর বড়াল নদে গোসলে নেমে দুই বন্ধুর মৃত্যু |নয়া দিগন্ত

রাজশাহীর চারঘাট উপজেলার বড়াল নদে গোসলে নেমে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দুপুরে চারঘাট উপজেলা সদরের বড়াল নদের উৎসমুখের পাশে এ ঘটনা ঘটে।

মৃতরা উপজেলার থানাপাড়া এলাকার ইসরাফিল ইসলামের ছেলে রিহান ইসলাম (১৭) ও সাজ্জাদ হোসেনের ছেলে মাহিদ হোসেন (১৭)। দুজনেই এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল এবং এক বিষয়ে অকৃতকার্য হয়েছিল।

সূত্র জানায়, রিহান ও মাহিদ প্রায় প্রতিদিন একসাথে সময় কাটাত। অন্যান্য দিনের মতো কয়েকজন বন্ধুর সাথে নদীর পাড়ে ফুটবল খেলার পর গোসলে নামে তারা। বড়াল নদে বর্তমানে বেশির ভাগ জায়গায় পানি কম থাকলেও কিছু স্থানে গভীর গর্ত রয়েছে। গোসলের একপর্যায়ে রিহান গভীর পানিতে তলিয়ে যেতে থাকলে তাকে বাঁচাতে ঝাঁপ দেয় মাহিদ। কিন্তু সেও আর ওপরে উঠতে পারেনি। এসময় সাথে থাকা অন্য বন্ধুরা চিৎকার শুরু করলে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা দীর্ঘ আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে তাদের উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চারঘাট ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সাথে সাথে রওনা হয়েছিল। তবে ডুবুরি দল জেলা সদর স্টেশন থেকে আসায় উদ্ধার কার্যক্রম শুরু করতে কিছুটা সময় লেগেছে। পরে তাদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’