দেবিদ্বারে সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গ্রামজুড়ে। মা মিনুয়ারা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন। এদিকে নববধূর হাতের মেহেদী রং না মুছতেই বিধবার শাড়ি জড়িয়ে নিতে হয়েছে শরীরে।

দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Cumilla
তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গ্রামজুড়ে
তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গ্রামজুড়ে |নয়া দিগন্ত

জীবিকার টানে প্রায় ছয় বছর আগে কুয়েতে পাড়ি জমিয়েছিলেন নাজমুল হাসান। সেখানে কেবল অপারেটর হিসেবে কাজ করতেন তিনি। ধারদেনা শোধ করে কিছুটা সচ্ছলতার মুখ দেখতে শুরু করেছিলেন কেবল। অবশেষে পরিবারের ইচ্ছায় দেশে ফেরেন তিনি। এসে বিয়েও করেন দুই মাস হলো। এদিকে নতুন জীবনের শুরু করে প্রস্তুতিও নিয়েছিলেন প্রবাসফেরতের। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আর ফেরা হলো না তার।

রোববার (২ নভেম্বর) বেলা ৩টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বারের জাফরগঞ্জ ইউনিয়নের বেগমাবাদ এলাকায় লরি চাপায় নিহত হন তিনি।

নিহত নাজমুল উপজেলার এলাহাবাদ গ্রামের নজরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কুমিল্লা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন নাজমুল। বেগমাবাদ-চরবাকর মোড়ে একটি লরিকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে লরির নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

নাজমুলের মামাতো ভাই ফারুক জানান, ‘মাত্র চার মাস আগে কুয়েত থেকে দেশে আসেন নাজমুল। দুই মাস হলো বিয়ে করেছেন। কয়েকদিন পরই আবার কুয়েত ফেরার কথা ছিল তার। কিন্তু আল্লাহর ইচ্ছায় তা আর হলো না।’

পরিবারের সদস্যরা জানায়, ময়নামতি ক্যান্টনমেন্ট বাজার থেকে একটি টিশার্ট কিনে বাড়ি ফেরার পথেই সড়ক দুর্ঘটনাটি ঘটে। পরিবারের তিন ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গ্রামজুড়ে। মা মিনুয়ারা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন। এদিকে নববধূর হাতের মেহেদী রং না মুছতেই বিধবার শাড়ি জড়িয়ে নিতে হয়েছে শরীরে।

নিহতের বাবা নজরুল ইসলাম বুক চাপড়ে বলেন, ‘ছেলেকে বিয়ে করিয়ে খুব আনন্দে ছিলাম, এ আনন্দটা বেশি দিন থাকলো না আমার।’

মীরপুর হাইওয়ে পুলিশের এসআই আনিসুর রহমান জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত কভার্ডভ্যান ও মোটরসাইকেলটি পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এদিকে বিকেল সোয়া ৫টা থেকে সড়কে যান চলাচল অবমুক্ত করা হয়েছে।

মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আক্তারুজ্জামান বলেন, ‘লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’