চট্টগ্রামের বোয়ালখালীতে একটি ভবনের ছাদ থেকে রহমত আলী শিফাত (২৭) নামের এক সদ্য পাশ করে বের হওয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার কধুরখীল চৌধুরীহাট এস এম কনভেনশন হল ভবনের ছাদ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই টেক্সটাইল ইঞ্জিনিয়ারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক লুৎফুর রহমান।
এ ব্যাপারে নিহত টেক্সটাইল ইঞ্জিনিয়ার রহমত আলী শিফাতের ছোট বোন কানিজ ফাতেমা সন্ধ্যায় বোয়ালখালী থানায় একটি অপমৃত্যু মামলা করেন।
নিহত রহমত আলী সিফাত সম্প্রতি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।
নিহত টেক্সটাইল ইঞ্জিনিয়ার রহমত আলী উপজেলার পশ্চিম কদুরখীল জামতল এলাাকর নুরুচ্ছফা মেম্বারের বাড়ির মরহুম আবু জাফর সওদাগরের ছেলে বলে জানা গেছে।
পুলিশ পরিদর্শক মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে লাশ উদ্ধার করে তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়।’
তিনি জানান, ওই এলাকার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় বেলা ১১টার দিকে ওই যুবক পকেটে একহাত দেয়া অবস্থায় ছাদে উঠতে দেখা গেছে।
তিনি জানান তার গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি খুব গুরুত্বসহকারে তদন্ত শুরু করেছে।
পুলিশ পরিদর্শক লুৎফুর রহমান বলেন, ‘এটি হতাশা থেকেও হতে পারে বা অন্য কোনো কারণেও সে আত্মহত্যা করতে পারে।’
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে তাছাড়া ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।