সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় অচল হয়ে পড়ে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ৫০ শয্যার এই হাসপাতালের প্রধান ফটকে জমে থাকা পানির কারণে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং সেবা নিতে আসা লোকজন মারাত্মক দুর্ভোগের শিকার হচ্ছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, হাসপাতাল চত্বরে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়।
চিকিৎসা নিতে আসা এক রোগী মকবুল হোসেন জানান, ‘হালকা বৃষ্টিতেই পানি জমে যায়। ময়লা পানি মাড়িয়ে হাসপাতালে ঢুকতে গিয়ে আরো অসুস্থ হয়ে পড়ছি। এই দূষিত পানি থেকে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ারও শঙ্কা রয়েছে।’
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, ‘প্রতিদিন হাজারো রোগী এই হাসপাতালে সেবা নিতে আসেন। বৃষ্টির সময় রোগী ও স্টাফদের প্রবেশে ব্যাপক সমস্যার মুখে পড়তে হয়। সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে, আশা করছি দ্রুত এর সমাধান হবে।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘হাসপাতাল এলাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়। স্বাস্থ্য বিভাগের নিজস্ব বরাদ্দে এসব সংস্কার কাজ স্বাস্থ্য প্রকৌশল বিভাগের মাধ্যমে হয়ে থাকে।’
তিনি আরো জানান, ‘পৌরসভার উদ্যোগে হাসপাতালের জরুরি বিভাগের সামনের রাস্তাটি নির্মাণের কার্যক্রম শুরু হয়েছে। রাস্তার কাজ শেষ হলে জলাবদ্ধতা অনেকটাই কমে যাবে বলে আশা করছি।’