দীর্ঘ দেড় দশক পর নিজ নির্বাচনী এলাকায় সালাহউদ্দিন আহমদ

মঙ্গলবার (২ ডিসেম্বর) দীর্ঘ প্রায় দেড় দশক পর নিজ নির্বাচনী এলাকা কক্সবাজারের চকরিয়ায় গণসংযোগ করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

গোলাম আজম খান, কক্সবাজার অফিস

Location :

Cox's Bazar
দীর্ঘ দেড় দশক পর নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগে সালাহউদ্দিন আহমদ
দীর্ঘ দেড় দশক পর নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগে সালাহউদ্দিন আহমদ |নয়া দিগন্ত

দীর্ঘ প্রায় দেড় দশক পর নিজ নির্বাচনী এলাকা কক্সবাজারের চকরিয়ায় গণসংযোগ করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে কক্সবাজার পৌঁছে দুপুরে চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায় যান তিনি।

সালাহউদ্দিন আহমেদ আজ চকরিয়া উপজেলার খুটাখালীর পীর সাহব মৌলানা আব্দুল হাইয়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন।

কবর জেয়ারত শেষে তিনি চকরিয়ার খুটাখালীর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন করেন। এরপর খুটাখালী ইউনিয়নের হাজী পাড়া, স্কুল পাড়া, মুসলিম বাজার, উত্তর মেধা কচ্চপিয়া এলাকায় গণসংযোগ করেন।

দীর্ঘ দেড় দশক পর নিজ নির্বাচনী এলাকা খুটাখালী ইউনিয়নের এসব গ্রামে পৌঁছালে এলাকাবাসীর মধ্যে প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয়।

২০০১ সালে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে সংসদ সদস্য নির্বাচিত হলে চারদলীয়জোট সরকার গঠন এবং যোগাযোগ প্রতিমন্ত্রী নিযুক্ত হন সালাহউদ্দিন আহমেদ।