রংপুরের মিঠাপুকুর উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন জাতিসঙ্ঘের ইউনিট প্রধান (অতিরিক্ত সচিব), অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এ কে এম সোহেল।
বুধবার (২৯ অক্টোবর) সকালে তিনি একটি প্রতিনিধি দলের সাথে ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি গ্রামীণ জনগণের দোরগোড়ায় সরকারি ও বেসরকারি সেবা পৌঁছে দেয়ার কার্যক্রম, রাস্তা, খাল ও সাঁকো নির্মাণ, ছোটখাটো ঝগড়া-বিবাদ ও জমিজমা সংক্রান্ত মামলা-মোকদ্দমা নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শন কর্মসূচির আয়োজন করে জাতিসঙ্ঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। এতে সহযোগিতা করে এটুআই, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন।
পরিদর্শনকালে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ আনোয়ারুল হক, মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম, এটুআইর হেড অব কমিউনিকেশনস মোহাম্মদ সফিউল আযম, ডিজিটাল সেন্টার লিড অশোক বিশ্বাস এবং ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মো: আবদুল কাইউম প্রমুখ।
পরিদর্শন শেষে এ কে এম সোহেল ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং জনসাধারণকে হয়রানিমুক্ত সেবা প্রদানে পরিষদের কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, উচ্চ পর্যায়ের এই পরিদর্শন নিঃসন্দেহে আমাদের ইউনিয়নের জন্য একটি বড় অর্জন। রংপুর বিভাগের ৭৫টি ইউনিয়নের মধ্যে গোপালপুর ইউনিয়নকে পরিদর্শনের জন্য বেছে নেয়ায় আমরা অত্যন্ত গর্বিত। এটি ভবিষ্যতে ইউনিয়নের সার্বিক উন্নয়নে সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি।



