গাজীপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

সোমবার বিকেলে জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা |নয়া দিগন্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লাহ, ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার হোসেন বেপারী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াসির আকরাম পলাশ। এতে জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

নেতৃবৃন্দ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া যুবদল গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় যুবদলকে আরো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শোভাযাত্রা শেষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। যেখানে জাতির কল্যাণ, শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।