কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক আবদুল করিমের(৪৫) মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাধাইয়া মডেল মসজিদের সামনের অংশে ওই এ ঘটনা ঘটে।
নিহত কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বহরচান্দ্রা গ্রামের রশিদ আহম্মদের ছেলে।
জানা যায়, সড়ক বিভাজন সংলগ্ন স্থানে থেমে থাকা একটি লড়িকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এসময় পেছন থেকে আসা অপর একটি গাছ বোঝাই ট্রাক ওই কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এসময় গাছ বোঝাই ট্রাকের চালক আবদুল করিম ঘটনাস্থলেই নিহত হন।
হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত যানবাহন তিনটি থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে।