গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের ৬১ কোটি ৮৮ লাখ ৩৬ হাজার ৩০৫ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন কোনো কর আরোপ ছাড়াই এবারের বাজেট ঘোষণা করা হয়।
রোববার (২০ জুলাই) দুপুরে পৌর মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক তনিমা আফ্রাদ।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে আয় আট কোটি ২৬ লাখ ৬৯ হাজার ৬৪৯ টাকা এবং উন্নয়ন খাতে আয় ৫৩ কোটি ৬১ লাখ ৬৬ হাজার ৬৫৬ টাকা লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।
অপরদিকে রাজস্ব খাতে ব্যয় আট কোটি ছয় লাখ ৬০ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৫৩ কোটি ৪২ লাখ টাকা। সর্বসাকুল্যে মোট বাজেটের পরিমান ৬১ কোটি ৮৮ লাখ ৩৬ হাজার ৩০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজেট অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রিজওয়ানা রশিদ, পৌর নির্বাহী কর্মকর্তা শ্যামল কুমার দত্ত, সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
পরে পৌর এলাকার অসহায় ও দরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।