মুরাদনগরে উপদেষ্টা আসিফ ও কায়কোবাদের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

বুধবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে এ হামলা ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
নয়া দিগন্ত

কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে হামলা, ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ ঘটনায় দুই পক্ষ, পুলিশ ও সাংবাদিকসহ ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (৩০ জুলাই) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে এ হামলা ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

জানা গেছে, বুধবার বিকেলে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, মুরাদনগর সদরের আল্লাহু চত্বরে আসিফ মাহমুদের সমর্থকরা বিক্ষোভ নিয়ে সমাবেশে জমায়েত হন। এ সময় সমাবেশ লক্ষ্য করে পাশের জেলা পরিষদের মার্কেট থেকে বেশ কয়েকটি ইট, পাটকেল ছোঁড়া হয়। এরপরই দুই পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয়।

আসিফ মাহমুদের পক্ষের অ্যাডভোকেট ওবায়দুল হক বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির লোকজন আমাদের উপর হামলা চালিয়েছে।

মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন বলেন, আমরা প্রতিদিনই কর্মসূচি পালন করছিলাম। আমাদের ছেলেরা হামলা করেনি বরং তাদের হামলা প্রতিরোধ করেছে। আমরা বিএনপি অফিসে অবস্থান করছিলাম। তারা ঢিল দিয়ে প্রথমে হামলা করে। আমাদের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

কুমিল্লার মুরাদনগর থানার তদন্ত কর্মকর্তা আমিন কাদের খান বলেন, মুরাদনগরের সদরে এনসিপির সমর্থনের একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলছিল। এ সময় পাশে অবস্থানকৃত কিছু লোক বিনা উস্কানিতে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। এরপরে দু’পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করে।