মাদারীপুরের রাজৈরে পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্যে হাতুড়িপেটা ও কুপিয়ে দুজনকে গুরুতর আহত করার ঘটনায় মামলা হলেও কেউ গ্রেফতার হয়নি। হামলার ঘটনার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। হামলায় আহতরা আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আহত সুজয়ের বাবা সুশীল কৃষ্ণ বালা রাজৈর থানায় ২৬ জনের নামে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। তবে এ মামলায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অন্যদিকে, আসামিদের বিরুদ্ধে ভুক্তভোগীদের পরিবারকে হুমকি দেয়ার অভিযোগ ওঠেছে।
এর আগে, গত ১১ নভেম্বর উপজেলার আমগ্রাম ইউনিয়নের পাখুল্লায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন ওই গ্রামের মৃত শশী ভুষণ বালার ছেলে নরেশ চন্দ্র বালা (৪৫) ও সুশীল কৃষ্ণ বালার ছেলে সুজয় বালা (৪০)।
মামলা ও ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ওই গ্রামের পরিমল বালার সাথে প্রতিবেশী সুশীল কৃষ্ণ বালার বিরোধ চলে আসছিল। এরই জেরে ১১ নভেম্বর সন্ধ্যায় সুশীলের ছেলে সুজয়কে একা পেয়ে অতর্কিত হামলার অভিযোগ ওঠে পরিমল ও তার সহযোগীদের বিরুদ্ধে। এসময় হাতুড়িপেটা করে আহত করা হয় সুজয়কে। তার ডাক-চিৎকার শুনে প্রতিবেশী নরেশ চন্দ্র বালা তাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ খান বলেন, ‘পাখুল্লা গ্রামের মারামারির ঘটনায় মামলা হয়েছে। আসামি ধরার জন্য অভিযান চলছে। আসামিরা বাদীপক্ষকে হুমকি দিলে থানায় সাধারণ ডায়েরি করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’



