হাদি হত্যার বিচার দাবিতে উত্তাল জীবননগর

ওসমান হাদির ওপর হামলা শুধু ব্যক্তিগত হামলা নয়, এটি দেশের স্বাধীনতা, গণতন্ত্র, ও ন্যায্য নির্বাচনের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।

আতিয়ার রহমান, জীবননগর (চুয়াডাঙ্গা)

Location :

Jibannagar
ওসমান হাদি হত্যার প্রতিবাদের জীবননগরে সর্বদলীয় বিক্ষোভ
ওসমান হাদি হত্যার প্রতিবাদের জীবননগরে সর্বদলীয় বিক্ষোভ |নয়া দিগন্ত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভে উত্তাল চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে সর্বদলীয় ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিল শেষে উপজেলার বাসট্যান্ড এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলার খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফেজ জুবায়ের আল-মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইখলাসুর রহমান রাসেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক জিল্লুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক সোহেল পারভেজ রাসেল, উপজেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক গোলাম রব্বানী, জীবননগর ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি রিংকু, সাধারণ সম্পাদক ফরহাদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সংক্ষিপ্ত সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোখলেছুর রহমান রিমন।

সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদির ওপর হামলা শুধু ব্যক্তিগত হামলা নয়, এটি দেশের স্বাধীনতা, গণতন্ত্র, ও ন্যায্য নির্বাচনের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। বারবার হামলার হুমকিতে থাকা সত্ত্বেও তাকে যথাযথ নিরাপত্তা দেয়া হয়নি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতার করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

গত ১২ ডিসেম্বর রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়ার পর তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার সিঙ্গাপুর নেয়ার ব্যবস্থা করে অন্তবর্তীকালীন সরকার। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি মারা যান।