দশমিনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালীর দশমিনায় পুকুরে ডুবে ছয় বছরের শিশু আবু সাঈদের মৃত্যু হয়েছে। পরিবারের অজান্তে পানিতে পড়ে গেলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়, যেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Dashmina
দশমিনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
দশমিনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু |প্রতীকী ছবি

পটুয়াখালীর দশমিনায় পুকুরের পানিতে ডুবে আবু সাঈদ নামে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আরর্শেদ আলী মোল্লা বাড়িতে ঘটে এ ঘটনা।

শিশু আবু সাঈদ ওই এলাকার মোল্লাবাড়ি মনির মোল্লার ছোট ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সকালে আবু সাঈদের বড় বোন আখি মনির কাছে তাকে দেখে মা সালেহা বেগম গরুর জন্য ঘাস কাটতে যান। একপর্যায় বোন আখি মনির চোখের আড়াল হয়ে যায় শিশুটি। তাকে দেখতে না পেয়ে বোনের ডাকচিৎকারে পরে বাড়ির অন্য লোক ও স্থানীয় লোকজন আবু সাঈদকে বহু খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পায়নি। দুপরে ঘরের পশ্চিম পাশের পুকুরে খোঁজাখুঁজির একপর্যায়ে ডুবন্ত অবস্থায় থেকে তাকে উদ্ধার করে পরিবার ও স্থানীয়রা দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মেডিক্যাল অফিসার ডা: আবিদা নাসরিন জিতু শিশুটিকে মৃত ঘোষণা করেন।

দশমিনা সদর ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেন।