চট্টগ্রামের আনোয়ারায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে এক দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে আনোয়ারা উপজেলার ছত্তারহাট বাজারে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ‘কবির স্টোর’ নামের একটি দোকানকে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় এক ব্যক্তির বিরুদ্ধে একটি মামলায় অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে ইউএনও তাহমিনা আক্তার বলেন, ‘ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজারে নিয়মিত নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।’



