ইকরা মডেল মাদরাসার শিক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ব্যতিক্রমধর্মী মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠান ইকরা মডেল মাদরাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা

Location :

Debiganj
ইকরা মডেল মাদরাসার শিক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশ
ইকরা মডেল মাদরাসার শিক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশ |নয়া দিগন্ত

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ব্যতিক্রমধর্মী মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠান ইকরা মডেল মাদরাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে দেবীগঞ্জ পাবলিক ক্লাব হলরুমে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইকরা মডেল মাদরাসার পরিচালক মাওলানা শেখ ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ, দেবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম, দেবীগঞ্জ উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার শাহ রাশেদুল হক, দেবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ইকরা মডেল মাদরাসার সভাপতি জাকির হোসেন কবির রাজু, দেবীগঞ্জের দাখিল মাদরাসার সুপার জামিয়ার রহমান, ইকরা মডেল মাদরাসার সহকারী পরিচালক মাওলানা সহকারী পরিচালক সোহাগ ইসলাম সাব্বির।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে বিদায় জানানো হয়।

সমাবেশে ইকরা মডেল মাদরাসার শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন, আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। সমাবেশে অভিভাবকরা তাদের বক্তব্যে মাদরাসার বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা ইসলামী সঙ্গীত, হামদ, নাদ, কোরআন তেলাওয়াত পরিবেশন করেন।