সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্তির বিজ্ঞপ্তি প্রচারকে মিথ্যা ও ভিত্তিহীন জানিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি জেলা সদরের মধুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি জানায় ইউনাইটে পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (গণতান্ত্রিক) কেন্দ্রীয় নেতারা।
লিখিত বক্তব্যে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অমল কান্তি চাকমা বলেন, ‘দলের সভাপতি শ্যামল কান্তি চাকমা (তরু) ও সাবেক সাধারণ সম্পাদক মিটন চাকমা দুর্নীতি, অর্থ আত্মসাৎ, দলীয় কর্মীদের সাথে বৈষম্যমূলক আচরণ, সর্বোপরি অর্থ উপার্জনের জন্য ইয়াবা উৎপাদন করে বাজারজাতকরণসহ আরো নানা ধরনের সংগঠনের গঠনতন্ত্রবহির্ভূত কাজে লিপ্ত হয়ে দলীয় পদবী হারানোর ভয়ে তার অনুগত ২০/২৫ জন সদস্য নিয়ে খাগড়াছড়ি ছেড়ে চলে যান।’
তিনি আরো বলেন, ‘বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম শ্যামল কান্তি চাকমা (তরু) তার অনুগত সদস্যদের নিয়ে সন্তু লারমা সমর্থিত জনসংহতি সমিতির কাছে আশ্রয় নিয়েছেন। তার নামে একটি আইডি থেকে দলের সাধারণ সম্পাদক অমল কান্তি চাকমার নাম ব্যবহার করে সোস্যাল মিডিয়ায় একটি বিবৃতি দেয়া হয়, যা বানোয়াট ও বিভ্রান্তিমূলক। সেখানে ইউপিডিএফ (গণতান্ত্রিক) দল বিলুপ্ত করার মতো একটি গঠনতন্ত্রবহির্ভূত ঘোষণাও দেয়া হয়।’
সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্তির বিজ্ঞপ্তি মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে অমল কান্তি চাকমা বলেন, ‘কেন্দ্রীয় কমিটি থেকে শ্যামল কান্তি চাকমা ও মিটন চাকমা ছাড়া বাকি সব সদস্য বর্তমানে খাগড়াছড়ি জেলায় অবস্থান করছেন। তাছাড়া কেন্দ্রীয় কমিটির অধিকাংশ সদস্যের সম্মতি ছাড়া এরকম ঘোষণা একেবারেই অবান্তর। আমরা এ ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ইউপিডিএফ (গনতান্ত্রিক) দল বিলুপ্ত হয়নি এবং দলের কার্যক্রম পূর্বের মতোই চলবে।’
সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা জানান, ‘দলের সভাপতি শ্যামল কান্তি চাকমা (তরু) চলে যাওয়ায় দলে তেমন কোনো প্রভাব পড়বে না। দলীয় কার্যক্রম আগের মতোই স্বাভাবিক প্রক্রিয়ায় চালু থাকবে। বর্তমানে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন দলের সহ-সভাপতি সমীরণ চাকমা।’
নির্বাচন প্রসঙ্গে সাংগঠনিক সম্পাদক বলেন, ‘আমরা কোনো প্রার্থীকে সমর্থন দিচ্ছি না। জনগণের বিবেচনাকে প্রাধান্য দেব।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউপিডিএফের (গণতান্ত্রিক) সহ-সভাপতি সমীরণ চাকমা, সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা, কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক দীপন চাকমা, কেন্দ্রীয় সদস্য সবিনয় চাকমাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্তি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রচারিত হয়, যা ব্যাপক আলোচিত ও সমালোচিত হয়।



