নাটোরে লালপুর উপজেলার বিলমাড়ীয়া মোহরকয়া উচ্চ বিদ্যালয় ও ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের সাথে মোবাইল হ্যাকিং এবং অনলাইন প্রতারণা সম্পর্কে সচেতনতামূলক মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার বিলমাড়ীয়া মোহরকয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে হলরুমে অধ্যক্ষ ড. মো: ইসমত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
এ সময় তিনি বলেন, লালপুর উপজেলার মারিয়া এবং দূরদূরিয়া ইউনিয়নের বিভিন্ন বয়সের তরুণ-তরুণী মোবাইল হ্যাকিংয ও অনলাইন প্রতারণার যুক্ত হওয়ায় উপজেলাটি আলোচিত সমালোচিত। সেই ঘটনা প্রায়ই বিভিন্ন সংবাদপত্রে এবং ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রকাশিত হচ্ছে।
মোবাইল হ্যাকিং, ইমো হ্যাকিং, বিকাশ প্রতারণা, ফেসবুক হ্যাকিংসহ বিভিন্ন প্রতারণামূলক কাজে উপজেলার বেশ কয়েকটি গ্রামের তরুণরা জড়িয়ে পড়েছে। তারা বিভিন্ন উপায়ে মানুষের সাথে প্রতারণা করে টাকা পয়সা হাতিয়ে নেয়।
তিনি আরো বলেন, গত কয়েক বছরে এই চক্রের প্রায় শতাধিক প্রতারককে গ্রেফতার করা হয়েছে। তারা বিভিন্ন হ্যাকের মাধ্যমে মানুষের কাছে প্রতারণা করে অর্থ আদায় করে থাকে। তাই আইন প্রয়োগের পাশাপাশি মোবাইল হ্যাকিং এবং অনলাইনের প্রতারণা প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মসূচি হাতে নেয়া হয়েছে। কারণ, শিক্ষার্থীদের সচেতনতাই পারে এই বদনাম ঘোচাতে।
পরে উপস্থিত সকল শিক্ষার্থীরা হাত তুলে পুলিশ সুপারকে কথা দেন যে, তারা যে কোনো মোবাইলে প্রতারণা, অনলাইন ও ইমো হ্যাকিংসহ কোনো প্রতারণার সাথে যুক্ত হবেন না।

অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রীরা এবং শিক্ষকরা বলেন, হ্যাকিং প্রতিরোধে আইনের যথাযথ প্রয়োগ করতে হবে । সাথে সাথে তারা বন্ধু, পরিবার ও এলাকাবাসীকেও এ বিষয়ে সচেতন করবেন বলে কথা দেন। একইসাথে শিক্ষার্থীরা পুলিশ সুপারকে সকল প্রকার অপরাধ প্রতিরোধে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সচেতনতামূলক এই মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার বড়াইগ্রাম সার্কেল শোভন চন্দ্র, লালপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার হাসিবুল ইসলাম হাসিব, এই প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে পুলিশ সুপার মোবাইল হ্যাকিং এবং অনলাইন প্রতারণা সংক্রান্ত চমৎকার এবং মনোমুগ্ধকর পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন।



