মুন্সীগঞ্জের সিরাজদিখানে মহাসড়কে গাড়িচাপায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (১০ জুন) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের চালতি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সড়কের ঢাকামুখী সার্ভিস লেনে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি ওই ব্যক্তিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের বয়স আনুমানিক ৫৫ বছর, তবে তার পরিচয় এখনো জানা যায়নি। ঘটনার পর হাসাড়া হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী বলেন, ‘লাশ উদ্ধারের পর সুরতহাল করে থানায় আনা হয়েছে। তবে এখন পর্যন্ত লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে। এ ঘটনায় যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’