এ টি এম আজাহার

যারা বড় বড় কথা বলেছিল তারা পালিয়ে গেছে

‘আমার জন্য যারা রোজা রেখেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, তাদের দোয়া কবুল হয়েছে। আমি সকলের কাছে কৃতজ্ঞ।’

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

Location :

Nilphamari
বিমানবন্দরে কথা বলছেন এ টি এম আজহারুল ইসলাম
বিমানবন্দরে কথা বলছেন এ টি এম আজহারুল ইসলাম |নয়া দিগন্ত

যারা বড় বড় কথা বলেছিল তারা পালিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজাহারুল ইসলাম।

তিনি বলেছেন, ‘জনসমর্থন থাকলে কেউ পালায় না। জনগণই তাদের রক্ষা করে। আমরা তো পালিয়ে যাইনি। আমাদের মীর কাশেম আলীর অনেক মামালা ছিল, উনাকে দেশে আসতে নিষেধ করেছিল। কিন্তু উনি বলেছেন, আমি দেশের মাটিতে আসব, মরলে দেশেই মরব।’

বৃহস্পতিবার (১২ জুন) সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ টি এম আজাহারুল ইসলাম বলেন, ‘আমি দীর্ঘ ১৪ বছর কারা জীবন শেষে এখন মুক্ত, স্বাধীন। স্বাধীনভাবে কথা বলতে পারছি। দেশ নতুন করে স্বাধীন হয়েছে। মুক্তভাবে মন খুলে কথা বলতে পারছি। আমার জন্য যারা রোজা রেখেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, তাদের দোয়া কবুল হয়েছে। আমি সকলের কাছে কৃতজ্ঞ।’

এ সময় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসনাত আব্দুল হালিম, নীলফামারী জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, নায়েবে আমির ড. খায়রুল আনাম, সৈয়দপুর উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল মুনতাকিম, সেক্রেটারি মাজাহারুল ইসলামসহ বাংলাদেশ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।