উত্তরায় ট্রাকচাপায় শিশু নিহত

শনিবার বেলা ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিজস্ব প্রতিবেদক

Location :

Dhaka
নয়া দিগন্ত

রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ট্রাকের চাপায় মোহাম্মদ সুহান (১০) নামে এক শিশু নিহত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সুহান বাগেরহাট সদর উপজেলার পোলঘাট গ্রামের রণক হাসানের ছেলে বলে জানা গেছে।

নিহতের খালা রুনা আক্তার জানান, আমার ভাগিনা এবার ক্লাস ওয়ান থেকে ক্লাস টুতে উঠবে। গ্রাম থেকে আমাদের বাসায় বেড়াতে এসে সে সকালে উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাক চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। এ সময় আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।