চাঁদপুরে খতিবের উপর হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ

উগ্রবাদের কোনো ঠাঁই চাঁদপুরে হবে না। আলেম-উলামাদের উপর হামলা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।

ইলিয়াছ পাটওয়ারী, চাঁদপুর

Location :

Chandpur
বিক্ষোভ করেন জামায়াতের নেতাকর্মীরা
বিক্ষোভ করেন জামায়াতের নেতাকর্মীরা |নয়া দিগন্ত

চাঁদপুরের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন ও খতিব মাওলানা আ ন ম নুরুর রহমান মাদানী হাফিজাহুল্লাহর উপর মসজিদে পৈশাচিক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চাঁদপুর শহর শাখা জামায়াত। এ সময় নেতারা সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শনিবার (১২ জুলাই) বাদ আসর চাঁদপুর শহরের বাইতুল আমিন শপথ চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার গিয়ে শেষ হয়।

শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহাজান খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশের শূরা সদস্য, চাঁদপুর-৪ আসনের এমপি পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী। এ সময় জেলা জামায়াতের নায়েবে আমির মাসুদুল ইসলাম বুলবুল, জেলা জামায়াতের সেক্রেটারি ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট মো: শাহজাহান মিয়া উপস্থিত ছিলেন।

শহর সেক্রেটারি বেলায়েত হোসেনের পরিচালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, ইসলামী ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি মো: জাহিদুল ইসলাম, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ খান।

সমাবেশে বক্তারা বলেন, ‘উগ্রবাদের কোনো ঠাঁই চাঁদপুরে হবে না। আলেম-উলামাদের উপর হামলা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। যারা এ বর্বরোচিত হামলা চালিয়েছে তাদের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি প্রশাসনের কাছে।

তারা আরো বলেন, আলেমদের উপর হামলা মানে ধর্মীয় মূল্যবোধের উপর আঘাত। প্রশাসনকে এর দায় নিতে হবে। আমরা জানতে চাই, কেন মসজিদের মতো পবিত্র স্থানে এমন হামলা হলো।

সন্ত্রাসীদের কোনো রং নেই, কোনো দল নেই। যারা ইসলামের লেবাস পরে এমন কাজ করে তারা ইসলামের শত্রু।