ঝালকাঠিতে জেলা পর্যায়ে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসন’ শীর্ষক আলোচনা সভা- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) বেলা ১১টার দিকে ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মশিউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক কাওসার হোসেন।
এছাড়া মুখ্য আলোচক ছিলেন ঝালকাঠির বাইতুল মোকারম মসজিদের খতিব মাওলানা আব্দুল হাই নিজামী। জেলা ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় সভায় ১২০ জন ইমাম উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, ‘নৈতিকতার সমাজ গড়তে হলে আমাদের সহনশীল ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সকল ধর্মের মানুষের প্রতি সহানুভূতি ও সহমর্মীতাবোধ বজায় রাখতে হবে। সমাজে কিছু খারাপ লোকের কারণে মাঝে মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা হচ্ছে। এ জেলায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে।’