সাবেক এমপি তুহিনের মুক্তির দাবিতে নীলফামারীতে বিএনপির বিক্ষোভ

সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নীলফামারীর নেতাকর্মীরা।

নীলফামারী প্রতিনিধি
তুহিনের মুক্তির দাবিতে নীলফামারীতে বিএনপির বিক্ষোভ
তুহিনের মুক্তির দাবিতে নীলফামারীতে বিএনপির বিক্ষোভ |নয়া দিগন্ত

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলার নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুই মামলায় ঢাকার আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

অপর দিকে মঙ্গলবার দুপুরে নীলফামারী জেলা শহরে তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জানা যায়, তুহিন ৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। ১/১১ তত্বাবধায়ক সরকারের করা একাধিক মামলার দায়ে তিনি বিদেশে আশ্রয় নিয়েছিলেন। দীর্ঘ ১৮ বছর পর তিনি সম্প্রতি দেশে ফিরে রাজধানীর গুলশানের বাসভবনে ওঠেন। আইনের প্রতি শ্রদ্ধা রেখে আদালতে এক মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে বিশেষ জজ আদালত-৭ প্রদীপ কুমার রায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে নিশ্চিত করেছেন আইনজীবী শেখ সাকিল আহমেদ রিপন।

প্রকৌশলী তুহিনের মা সেলিনা ইসলাম বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় বোন। সে হিসেবে তারেক রহমানের খালাতো ভাই তুহিন। বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য তিনি।