মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, ‘সনাতনীদের জন্য এটি দুর্গাপূজা হলেও পুরো সমাজের জন্য এটি দুর্গোৎসব। ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালিরা যুগ যুগ ধরে এ উৎসব পালন করে আসছে। তাই রাষ্ট্র, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনগণ সবাই মিলে উৎসব নির্বিঘ্ন করতে কাজ করছে।’
বুধবার (১ অক্টোবর) দুপুরে আনোয়ারা উপজেলার জয়কালী বাজার কচিকাঁচা পূজামণ্ডপ ও রামকৃষ্ণ-সারদা সেবাশ্রম পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো: সাইদুজ্জামান, জেলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল পালিত, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উমা খান কাফি, আনোয়ারা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাগর মিত্র, সাধারণ সম্পাদক প্রদীপ ধরসহ স্থানীয় নেতৃবৃন্দ।