ময়মনসিংহে বিএনপি কর্মী হত্যা, ৩ আসামি কারাগারে

নির্বাচনকে কেন্দ্র করে সংঘটিত এ হত্যাকাণ্ডে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
নিহতের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল
নিহতের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল |নয়া দিগন্ত

ময়মনসিংহের ধোবাউড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী কার্যালয় উদ্বোধনের সময় ছুরিকাঘাতে নিহত বিএনপি কর্মী হত্যাকাণ্ডে উত্তাল হয়ে উঠেছে এলাকা। হত্যার প্রতিবাদে নিহতের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা।

রোববার (১৮ জানুয়ারি) দুপু‌রে গ্রেফকারকৃত আদম আলী (৫৪), মো: দুলাল মিয়া (৫৩) ও মো: ইব্রাহিমকে (৫২) আদালতের মাধ‌্যমে কারগা‌রে পাঠা‌নো হ‌য়।

শ‌নিবার ময়নাতদন্ত শেষে নিহত নজরুল ইসলামের লাশ ধোবাউড়ায় আনা হলে লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে বিক্ষোভ শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় নিহতের ছেলে মো: সোলাইমান তার বাবার হত্যার বিচার দাবি করেন।

এর আগে শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ধোবাউড়া উপজেলার এরশাদ বাজার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম (৪৬) উপজেলার রামসিংহপুর এলাকার হাজী মফিজ উদ্দিনের ছেলে। তিনি ময়মনসিংহ-১ (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের কর্মী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এরশাদ বাজারে সালমান ওমর রুবেলের নির্বাচনী কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে প্রতিপক্ষের সাথে কথাকাটাকাটির একপর্যায়ে নজরুল ইসলামকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে মো: সোলাইমান বাদি হয়ে ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো ২০ থেকে ২৫ জনকে আসামি করে ধোবাউড়া থানায় মামলা করেন।

ধোবাউড়া থানার ওসি মো: শফিকুল ইসলাম জানান, মামলার পর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আজ রোববার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতা‌রে অভিযান অব্যাহত রয়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে সংঘটিত এ হত্যাকাণ্ডে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।