সাটুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

কাজ করার সময় তিনি ঝুঁকি সামলাতে না পেরে ছাদের পাশেই টাঙানো মেইন বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং সাথে সাথেই নিচে পড়ে যান।

সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা

Location :

Manikganj
মৃত মো: নুর ইসলাম (৪৫)।
মৃত মো: নুর ইসলাম (৪৫)। |নয়া দিগন্ত

মানিকগঞ্জের সাটুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মো: নুর ইসলাম (৪৫) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সাভার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

মৃত নুর ইসলাম সাভার গ্রামের ফাইজুদ্দিনের ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো: দেলোয়ার হোসাইন বলেন, ‘বেলা ১২টার দিকে সাভার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে নির্মাণকাজ করছিলেন নুর ইসলাম। কাজ করার সময় তিনি ঝুঁকি সামলাতে না পেরে ছাদের পাশেই টাঙানো মেইন বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং সাথে সাথেই নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।’

এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম আল মামুন জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দায়ের করেননি বলেও জানান তিনি।