নীলফামারীর কিশোরগঞ্জে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোরছালিন (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার খেতুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোরছালিন পুটিমারী ইউনিয়নের মধ্য কালিকাপুর বালাপাড়া গ্রামের টন্না মামুদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, খেতুরবাজার এলাকায় রাস্তার উপর দিয়ে পানির পাইপ দিয়ে আলু খেতে পানি দেয়া হচ্ছিল। ওই রাস্তায় যাত্রীসহ ভ্যানটি টেংগনমারীর দিকে যাওয়ার পথে অপর দিক থেকে একটি মোটরসাইকেল দ্রুতগতিতে আসার সময় পাইপটি পার হতে গিয়ে ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ভ্যানচালক ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। পরে এলাকাবাসী তাকে হাসপাতালে নেয়ার আগেই ঘটনাস্থলে মৃত্যু হয়। পরে লাশটি তার বাড়িতে নিয়ে যাওয়া হয়।
পুটিমারী ইউপি চেয়ারম্যান আবু সায়েম জানান, ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষের ঘটনায় ভ্যানচালক ঘটনাস্থলেই মারা যান। লাশ তার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, এখন পর্যন্ত এ রকম কোনো খবর পাইনি।



