আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা: ফখরুদ্দিন মানিক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টু মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) তারা এ মনোনয়ন পত্র জমা দেন।

এদিন দুপুরে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু সোনাগাজীতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও রিগ্যান চাকমার কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।
এসময় কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নঈম উল্যাহ চৌধুরী বরাত ও নববপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির প্রমূখ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা: ফখরুদ্দিন মানিক।
এসময় উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামী বাংলাদেশ ফেনী জেলা আমির মুফতি আব্দুল হান্নান ও সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাস্টার ফখরুদ্দিন মানিকসহ দলীয় নেতৃবৃন্দ।



