আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না : রুহুল কবির রিজভী

আমাদের সতর্ক থাকতে হবে, একটি চিহ্নিত মহল নির্বাচন বানচাল করার নানাবিধ ষড়যন্ত্র করছে। প্রতিবেশী রাষ্ট্র থেকে কেউ তার ইন্ধন দিচ্ছে।

খাদেমুল ইসলাম, দেওয়ানগঞ্জ (জামালপুর)

Location :

Jamalpur
বক্তব্য রাখেন রুহুল কবির রিজভী
বক্তব্য রাখেন রুহুল কবির রিজভী |নয়া দিগন্ত

বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপির পরিবারের উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতেই হবে, কেউ তা ঠেকিয়ে রাখতে পারবে না। আমাদের সতর্ক থাকতে হবে, একটি চিহ্নিত মহল নির্বাচন বানচাল করার নানাবিধ ষড়যন্ত্র করছে। প্রতিবেশী রাষ্ট্র থেকে কেউ তার ইন্ধন দিচ্ছে।‘

বুধবার (২৭ আগস্ট) বেলা ৩টার দিকে জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাতের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুনসহ অন্যরা।

দ্বিতীয় পর্যায়ে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে আমরা বিএনপি পরিবার আয়োজিত এক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে জামালপুর জেলায় ২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও অটোরিকশা প্রদান করে আমরা বিএনপি পরিবার।