চান্দিনায় বাসের চাপায় ব্যবসায়ী নিহত

মহাসড়ক পারাপারের সময় কুমিল্লামুখী রূপালী সুপার সার্ভিস নামে একটি বাস তাকে চাপা দেয়।

জাকির হোসেন, চান্দিনা (কুমিল্লা)

Location :

Chandina
বাসচাপায় নিহত আবুল হাসেম
বাসচাপায় নিহত আবুল হাসেম |নয়া দিগন্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বেপরোয়া গতির বাসের চাপায় আবুল হাসেম ভুঁইয়া (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (২ জুলাই) দুপুরে মহাসড়কের হাড়িখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হাসেম জেলার দেবিদ্বার উপজেলার ছবিনগর গ্রামের মরহুম সিরাজুল ইসলাম ভুঁইয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হাসেম বাড়ি থেকে মাধাইয়া বাজারে যাওয়ার উদ্দেশে হাড়িখোলা মাজার এলাকায় মহাসড়ক পারাপারের সময় কুমিল্লামুখী রূপালী সুপার সার্ভিস নামে একটি বাস তাকে চাপা দেয়। এ সময় গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত বাসটি থানায় নেয়া হয়েছে।