নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত, আটক ১

নিহত লাকি আক্তার কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার সেকান্দরনগর গ্রামের আল আমিনের স্ত্রী বলে জানা গেছে।

শফিকুল আলম ভূঁইয়া, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

Location :

Rupganj
সড়ক দুর্ঘটনায় নিহত একজন
সড়ক দুর্ঘটনায় নিহত একজন |নয়া দিগন্ত

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় লাকি আক্তার (৩০) নামের এক নারী গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ডভ্যানচালক মোক্তার হোসেনকে (২৮) আটক করা হয়েছে।

রোববার (৪ মে) উপজেলার তারাবো বিশ্বরোড এলাকায় ভুলতাগামী কাভার্ডভ্যানের চাপায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লাকি আক্তার কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার সেকান্দরনগর গ্রামের আল আমিনের স্ত্রী বলে জানা গেছে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী বলেন, ‘নিহত লাকি আক্তারের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।