চুয়াডাঙ্গার দামুড়হুদায় বড় আখচাষীর জমিতে আখ বীজের বেড স্থাপন কার্যক্রমে অংশ নিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মানিক উদ্দিন।
আজ শনিবার দুপুরে আকন্দবাড়িয়া পরীক্ষামূলক খামার পরিদর্শনের পর তিনি মো: তৈয়ব আলীর জমিতে সরাসরি মাঠপর্যায়ের কার্যক্রমে যুক্ত হন। পরে তিনি মিল এলাকার কারখানা বিভাগ, ডিস্টিলারি বিভাগ ও জৈবসার কারখানা ঘুরে দেখেন।
পরিদর্শনকালে কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো: রাব্বিক হাসান (এফসিএমএ), জি.এম (কারখানা) সুমন কুমার, জি.এম (কৃষি) আশরাফুল আলম ভূঁইয়া, ডি.জি.এম (বীজ) মো: দেলোয়ার হোসেন, ডি.জি.এম (সম্প্রসারণ) মাহবুবুর রহমানসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় আখচাষীরা উপস্থিত ছিলেন।