বরিশাল-বানারীপাড়া সড়কের বোর্ড স্কুলের পূর্ব পাশে একসারাপাড়া নামক স্থানের শরিফ বাড়ির সামনের সড়কে কাভার্ড ভ্যানের চাপায় মো: শাকিল আহমেদ (২৬) নামের এক কলেজ ছাত্র ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
শাকিল বানারীপাড়া উপজেলার সফর ইউনিয়নের দরবেশ গেট এলাকার ভেটেরিনারি চিকিৎসক মো: আব্দুর রবের ছোট ছেলে।
জানা গেছে, শনিবার (১ নভেম্বর) রাত আনুমানিক পৌনে ৯টার সময় শাকিল বরিশাল থেকে মোটরসাইকেলে বানারীপাড়া আসার পথে বানারীপাড়া-বরিশাল সড়কের সলিয়াবাকপুর ইউনিয়নের বোর্ড স্কুলের পূর্ব পাশে একসারাপাড়া শরিফ বাড়ির সামনের সড়কে কাভার্ড ভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে সেখানেই নিহত হয়। কাভার্ড ভ্যানটি নিয়ে চালক পালিয়ে যায়।
এ সময় সড়কে প্রায় ১ ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরে এলাকার লোকজন রক্তাক্ত অবস্থায় সড়কে পরে থাকা শাকিলের নিথর দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে থানার ওসির দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা শতদল মজুমদারের নির্দেশে তাৎক্ষণাৎ পুলিশের উপ-পরিদর্শক কবির হোসেনের নেতৃত্বে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
খবর পেয়ে নিহত শাকিলের স্বজন ও এলাকাবাসী হাসপাতালে উপস্থিত হলে সেখানে স্বজন ও এলাকাবাসীর কান্নার রোলে আকাশ-বাতাশ ভারি হয়ে ওঠে। পরে শাকিলের লাশ উপজেলার সদর ইউনিয়নের দরবেশ গেট এলাকার বাড়িতে পৌঁছালে সেখানে শোকের ছায়া নেমে আসে। ২ নভেম্বর দুপুর ২টার দিকে কলেজ মোড়ে বালুর মাঠে শাকিলের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়। শাকিলের এই অকাল মৃত্যুতে গভীর শোক সমবেদনা জানিয়েছেন বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম,সাধারণ সম্পাদক জাকির হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
শাকিল তার বাবা-মায়ের তিন সন্তানের মধ্যে ছোট ছেলে। তার বড় ভাই শামীম আহমেদ এটিএন নিউজের সাংবাদিক হিসেবে কর্মরত আছেন এবং তার একমাত্র বোন প্রবাসে বসবাস করছেন।



