প্রয়োজনীয় মৌলিক সংস্কার না হলে পরিবর্তন হবে না। তাই জাতীয় নির্বাচনের আগে সংস্কার ও জুলাই মাসেই জুলাই সনদ ঘোষণার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী।
মঙ্গলবার (৮ জুলাই) রাতে বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আগামী নির্বাচনকে সামনে রেখে নাজমুল হক সাঈদী বলেন, ‘বিগত ১৫ বছরে বাংলাদেশে তিনটি প্রহসনের নির্বাচন হয়েছে সেই নির্বাচন গুলোতে ১৮ থেকে ৩০ বছরের তরুণরা ভোট দিতে পারে নাই। এদেশের সাধারণ ভোটাররাও তাদের নিজের মতামতের ভিত্তিতে সরকার গঠন করতে পারেনাই।’
তিনি বলেন, ‘এদেশের মানুষ ভোটের ভিত্তিতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচনী সরকার দেখতে উন্মুখ হয়ে আছে। তাই ৫ আগস্টের পর জনগণের একটাই দাবি বিগত ১৫ বছর যেভাবে নির্বাচন হয়েছে আগামী নির্বাচন যাতে সেভাবে না হয়।’
তিনি বলেন, ‘বিগত ১৫ বছরে ফ্যাসিস্ট হাসিনা এই দেশের নির্বাচন ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা ধ্বংস করেছে। যে কারণে এই প্রক্রিয়াগুলোতে যদি প্রয়োজনীয় সংস্কার, মৌলিক সংস্কার না করা হয় তাহলে আগের মতই থেকে যাবে। তাই তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়ে বলেন, যেকোনো নির্বাচনের আগে দেশের প্রয়োজনীয় সংস্কার, মৌলিক সংস্কার নিষ্পত্তি করতে হবে।’
নাজমুল হক সাঈদী আরো বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে। দোষীদের বিচার ছাড়া এবং প্রয়োজনীয় সংস্কার ছাড়া কোনো নির্বাচনই সুষ্ঠু হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।’
নাজমুল হক সাঈদী আরো বলেন, ‘সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে এই জুলাই মাসেই ‘জুলাই সনদ’ প্রকাশ করতে হবে। যদি কোনো দল সংস্কারে রাজি না হয়, তাহলে গণভোটের মাধ্যমে জনগণের রায় নিতে হবে।’
এ সময় আরো বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মওলানা আদেল ইবনে আউয়াল, পৌর জামায়াতের আমির মওলানা আবদুল মতিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি রাসেল মাহমুদ।
এছাড়া বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষে সভাপতি এমদাদুল হক লালন, সাধারণ সম্পাদক ও নয়া দিগন্ত পত্রিকার বকশীগঞ্জ উপজেলা সংবাদদাতা ফিরোজ আল মোজাহিদ বাবু এ সময় বক্তব্য দেন।