হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশ গমনের সময় কক্সবাজার জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইলিয়াছ খাঁন বলেন, ‘নাশকতাসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় আতিক উদ্দিন চৌধুরীকে কক্সবাজারে আনা হচ্ছে। আইনিপ্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।’



