গাইবান্ধায় শীতের আগমন, প্রকৃতিতে ঋতুর নতুন ছোঁয়া

সাঘাটার মাঠ-ঘাট, নদীর পাড় ও গ্রামীণ পথঘাটে এখন শীতের ছোঁয়া নেমে এসেছে। ভোরবেলায় অনেকেই ছুটে যাচ্ছেন মাঠে কিংবা নদীর ঘাটে শীতের সকালের সৌন্দর্য উপভোগ করতে।

সোহাগ খন্দকার, সাঘাটা (গাইবান্ধা)

Location :

Gaibandha
গাইবান্ধায় শীতের আগমন, প্রকৃতিতে ঋতুর নতুন ছোঁয়া
গাইবান্ধায় শীতের আগমন, প্রকৃতিতে ঋতুর নতুন ছোঁয়া |নয়া দিগন্ত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ঋতুর পালাবদলের সাথে প্রকৃতির রূপেও এসেছে পরিবর্তন। শরতের বিদায়ের পর হেমন্তের আগমন শীতের আগাম বার্তা নিয়ে এসেছে। ভোরের আলো ফোটার সাথে সাথে মাঠ-ঘাটে নেমে আসে সাদা কুয়াশার চাদর। ধানের পাতায় জমে থাকা শিশিরবিন্দু মুক্তার মতো ঝলমল করে, যেন প্রকৃতি নতুন সাজে সেজেছে।

আজ শুক্রবার সকালে উপজেলার বোনারপাড়া এলাকার গ্রামাঞ্চলে এমন মনোরম দৃশ্য চোখে পড়ে। সরেজমিনে দেখা গেছে, ধানের গাছে শিশিরের ফোঁটা ঝুলছে মুক্তার মতো, আর কোথাও মাকড়সার জালে আটকে থাকা শিশিরবিন্দু রূপকথার আবহ তৈরি করছে। রাস্তার দূর্বাঘাসে জমে থাকা কুয়াশা ভোরের হালকা বাতাসে হয়ে উঠেছে আরও মোহনীয়।

স্থানীয় কচুয়া ইউনিয়নের মানিকগঞ্জ বাজারের কৃষক আব্দুল আউয়াল জানান, ‘ভোরের বাতাসে এখন হালকা ঠাণ্ডা অনুভূত হচ্ছে। ধান ও ঘাসের পাতায় শিশির জমে শীত আগমনের ইঙ্গিত দিচ্ছে।’

হলদিয়া ইউনিয়নের কৃষক আব্দুস সালাম বলেন, ‘শীত শুরু হলে ফসল ভালো হয়, ধানও সুন্দরভাবে বেড়ে ওঠে। তবে অতিরিক্ত ঠাণ্ডা পড়লে কিছু সমস্যা দেখা দেয়। তবুও শীতকাল আমাদের জন্য আশীর্বাদ।’

বোনারপাড়া সরকারি কলেজের বাংলা বিভাগের ছাত্র রাহাদ বলেন, ‘শীতের সকাল উপভোগ করার মতো। শিশিরভেজা মাঠ আর কুয়াশায় ঢাকা গ্রাম যেন কবিতার পংক্তি মনে হয়। প্রকৃতি শীতের ছোঁয়ায় ভিন্ন রূপ ধারণ করে।’

কচুয়া ইউনিয়নের সাবেক মেম্বার ফরমান আলী জানান, ‘সাঘাটার মাঠ-ঘাট, নদীর পাড় ও গ্রামীণ পথঘাটে এখন শীতের ছোঁয়া নেমে এসেছে। ভোরবেলায় অনেকেই ছুটে যাচ্ছেন মাঠে কিংবা নদীর ঘাটে শীতের সকালের সৌন্দর্য উপভোগ করতে। চায়ের দোকানগুলো জমে উঠছে আড্ডায়, চারদিকে ভেসে বেড়াচ্ছে গরম ভাত ও ভর্তার ঘ্রাণ।’

গ্রামীণ জনপদে বেড়েছে অতিথি পাখির আনাগোনা। শিশিরভেজা পাতায় সন্ধ্যার কুয়াশা আর আকাশের জোছনা মিলে চারপাশের প্রকৃতি হয়ে উঠেছে আরো রহস্যময় ও মনোমুগ্ধকর।

স্থানীয়দের মতে, সাঘাটার শীত মানেই প্রকৃতির ভিন্ন সাজ, অতিথি পাখির কোলাহল আর উৎসবমুখর গ্রামীণ জীবন। সবকিছুই জানান দিচ্ছে- শীত এখন একেবারেই দরজায় কড়া নাড়ছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সহকারী পরিচালক সজিব হোসাইন জানান, পূর্বাভাস অনুযায়ী, অক্টোবরের শুরু থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ধীরে ধীরে শীতের প্রভাব স্পষ্ট হচ্ছে।