নাটোর জেলার উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের সহযোগিতায় ও নলডাঙ্গা উপজেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের আয়োজনে রোববার উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল প্রাঙ্গণে ছাগল, ভেড়া, হাঁস, মুরগি ও কবুতরের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ভ্যাকসিন দেয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি ইয়াছিন রহমান ও মোহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় মাসব্যাপী ফ্রি ভ্যাকসিন কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা: পবিত্র কুমার ও সাবেক ভাইস চেয়ারম্যান, নলডাঙ্গা পৌরসভার মেয়র পদপ্রার্থী অধ্যাপক ডক্টর জিয়াউল হক জিয়া।
ভেটেরিনারি হাসপাতালের ভ্যাক্সিন প্রদানকারী ভিএফএ মো: শাহিনুর ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন নলডাঙ্গা উপজেলা সভাপতি ডাক্তার মামুনুর রশিদ মোল্লা, পৌরসভা সেক্রেটারি সিদ্দিকুর রহমান নয়ন, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি আবু তাহের, ইউনিট সেক্রেটারি মো: আজিজুল ইসলামসহ নওদাপাড়া গ্রামবাসী।
বক্তারা তাদের বক্তব্যে বলেন- বিনামূল্যের এ ভ্যাকসিন কর্মসূচি প্রাণিসম্পদ উন্নয়ন, রোগ প্রতিরোধ এবং ক্ষুদ্র খামারিদের স্বাবলম্বী করে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।
আয়োজকরা জানান, নলডাঙ্গা পৌরসভার সকল ওয়ার্ডে মাসব্যাপী এই ফ্রি ভ্যাকসিন কর্মসূচি অব্যাহত থাকবে।